Header Ads

হরিরামপুরে এসএসসি ২০০৩ ব্যাচের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু


নিজস্ব প্রতিবেদক

হরিরামপুর, মানিকগঞ্জ | ১১ জুলাই ২০২৫

“এস এস সি ২০০৩ ব্যাচের অংগীকার সবুজে গড়বো বাংলাদেশ আবার” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে হরিরামপুরে শুরু হয়েছে এসএসসি ২০০৩ ব্যাচের বৃক্ষরোপণ কর্মসূচি। ১১ জুলাই ২০২৫, শুক্রবার সকালে হরিরামপুর উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (UNO), যিনি নিজ হাতে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।

উদ্বোধনের পর প্রথম পর্বে বৃক্ষরোপণ করা হয় হরিরামপুর থানা, পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়, এম এ রাজ্জাক আদর্শ উচ্চ বিদ্যালয় ও

যাত্রা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এসময় স্থানীয় প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ এবং এসএসসি ২০০৩ ব্যাচের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, চার ধাপে পরিচালিত এ কর্মসূচিতে আগামী চার সপ্তাহ ধরে হরিরামপুর উপজেলার মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগানো হবে। এর পাশাপাশি, নটাখোলা চর পুলিশ ফারিতেও বৃক্ষরোপণ কার্যক্রম চলবে। সেখানে গাছ লাগানোর সুযোগ করে দেওয়ায় আয়োজকরা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কর্মসূচির আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৫০০টি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এটি মূলত পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য হরিরামপুর গড়ার উদ্দেশ্যে হাতে নেওয়া হয়েছে।

কঠোর বৈরী আবহাওয়া ও প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে যাঁরা এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং সহায়তা করেছেন— তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন আয়োজকরা। তাঁরা বলেন, “এই সাহস, সহযোগিতা ও উৎসাহই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।”

সবশেষে আয়োজকগণ সকল নাগরিককে পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা তো গাছ লাগিয়েছি — এবার আপনি?”

No comments

Theme images by A330Pilot. Powered by Blogger.